বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়লেন কোহলি। ভারতীয় লিটল মাস্টারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলে এই রেকর্ড করেছেন কোহলি। এই রেকর্ড ভাঙতে কোহলির দরকার ছিল ৫৭ রান। ক্যারিয়ারের ২২২তম ইনিংসে এসে তা করে ফেললেন তিনি। অন্যদিকে ১১ হাজার রান করতে শচীনের খেলতে হয়েছিল ২৭৬ ইনিংস।
২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ওয়ানডে অভিষেক হয় কোহলির। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নামার আগে ২২৯ ম্যাচে ৪১ সেঞ্চুরি ও ৫০টি হাফসেঞ্চুরি