আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ টনটনে সোমবারের খেলায় সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে।
এর ফলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে পাঁচ খেলায় পাঁচ পয়েন্ট। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে গেল বাংলাদেশ।
টসে জিতে প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৩২১ রান করে। শাই হোপ সর্বোচ্চ ১৯১ বলে ৯৬ রান করেন। লুইস এবং হেটমেয়ার করেন যথাক্রমে ৭০ ও ৫০ রান।
জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৫২ রানে সৌম্য সরকারের (২৯) উইকেটটি হারায়। এর পর ১২১ রানের মাথায় তামিম ইকবাল আউট হন ৪৮ রান করে। এর পর মুশফিকুর রহিম মাত্র ১ রান করে আউট হলে বাংলাদেশের সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।
কিন্তু সাকিব আল হাসান এবং লিটন দাস চমৎকার ব্যাটিং করে চতুর্থ উইকেটে ১৮৯ রান তোলেন।
সাকিব আল হাসান ৯৯ বলে ১২৪ আর লিটন দাস ৬৯ বলে ৯৪ রান করেন।
Collected:https://www.bbc.com/bengali?xtor=SEC-3-[GOO]-[66541954981]-[346257088524]-S-[bd%20news]
Collected:https://www.bbc.com/bengali?xtor=SEC-3-[GOO]-[66541954981]-[346257088524]-S-[bd%20news]
বাংলাদেশের পরের ম্যাচ ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
0 Comments