ভালবাসা খুব কমন একটা শব্দ আমাদের কাছে।ভালবাসা অনেকের জীবনে ধরা দেয় স্কুল বা কলেজ লাইফ থেকেই। স্কুল বা কলেজের গন্ডি পার হওয়ার পরও ভালবাসা ঠিকই টিকে আছে কিন্তু কেয়ার টা কমে গেছে বলে অনেকের মনে হয়।

আগে ঘন্টার পর ঘন্টা কথা বলত আর এখন hi hellow, ki koro, etc....বলার পরই কথা শেষ।ফলে দুই জনের মনেই সন্দেহ সৃষ্টি হয়।ফাটল ধরে ভালবাসায়।পরিনতি break up. আসলে কারনটা ভিন্ন।দুইজন যখন স্কুল বা কলেজের গন্ডি পার হওয়ার পর আলাদা বা অন্য কোথাও চলে যায় তখন তাদের আগেকার মত এত দেখ হয় না।আগে বেশির ভাগ কথা হত স্কুল বা কলেজ কেন্দ্রিক। কিন্তু এখন তা হচ্ছে না তাই কথা ও কমে গেছে।অন্য কিছুই নাহ।