এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। আজ (সোমবার) দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আর এরপরেই জানা যায় ‘পোড়ামন ২’ খ্যাত এই নায়িকা জিপিএ ৪.৩৩ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
                              ছবি:সংগৃহীত

ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্টমেন্ট এলাকার একটি স্কুল থেকে বাণিজ্য বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। তবে স্কুলের নাম বলতে নারাজ নায়িকা।

এ ব্যপারে পূজা বলেন, স্কুলের নাম বলতে চাই না। কমার্স বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি, জিপিএ ৪.৩৩ পেয়েছি। আর আমি নিজের রেজাল্ট নিয়ে অনেক খুশি।

এছাড়া, চলচ্চিত্রের ব্যস্ততার মাঝে নায়িকার এমন রেজাল্টে খুশি তার পরিবার। আর এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা।

পরবর্তী পরিকল্পনা নিয়ে পূজা চেরী বলেন, ভালো কলেজে পড়তে চাই। যেহেতু রেজাল্ট অনুযায়ীই কলেজের সিলেকশন হবে সেখান থেকেই পছন্দ করতে হবে। তারপরও চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়া।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবেই রুপালি পর্দায় যাত্রা শুরু করেন এ নায়িকা। এরপরে বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কাড়েন সবার আর চলতে থাকেন সামনের দিকে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন ছবি দিয়েই আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন তিনি।

সংগৃহীত :ডেইলি বাংলাদেশ/টিএএস