প্রতিবেশীরা রাস্তা বন্ধ করে দেয়ায় সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে আছে একটি প্রতিবন্ধী পরিবার। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামে।
এ বিভাগে প্রকাশিত লেখা স্টুডেন্ট জার্নাল থেকে সংগৃহীত।
ছবি ঃসংগৃহীত
জানা গেছে, ওই গ্রামের মৃত. টেংরামামুদের চার ছেলের মধ্য আব্দুল বারী প্রতিবন্ধী। স্ত্রী মারা গেছেন প্রায় ১০ বছর আগে। ভাই এবং প্রতিবেশীর সহযোগিতায় প্রতিবন্ধী ২ সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে পৈতৃিক বসত ভিটায়। ওই বসত ভিটায় পৈত্রিক সূত্রে অংশীদার তার ভাইয়ের ছেলে আশমত অলী। তার দাবী সেখানে সে ৩ শতক জমি পায়। সেই জমিতে চোখ পড়ে প্রতিবেশী হাফেজ মেকারের ছেলে নজির হোসেনের। স্থানীয় ভাবে আপোষ মিমাংসা করে আব্দুল বারী ৩ শতকের স্থলে অন্যখানে ৫ শতক জমিও বিনিময় করে। কিন্তু নজির হোসেন বেশি টাকার টোপ দেয়ায় বাধে ফ্যাসাদ। জমি ক্রয় করতে না পারায় আব্দুল বারীর বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ করতে অন্যান্য প্রতিবেশীদের ইন্ধোন জোগায়। তার ইন্ধোনে সারা দিয়ে প্রতিবেশী শাহজামাল মিয়া, এইচ এম বাবুল ও মজিবর রহমান মিলে বাড়ির সামনের রেকর্ডকৃত সরকারি রাস্তাটিও বন্ধ করে দেয়। বাড়ি থেকে বের হওয়ার আর কোনো রাস্তা না থাকায় ছেলে মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন প্রতিবন্ধী আব্দুল বারী। যার কারনে কাজ কর্ম করার জন্য কোথাও বের হতে পারছেননা পরিবারটির কেউই। ফলে অসহায় এ পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।এ বিভাগে প্রকাশিত লেখা স্টুডেন্ট জার্নাল থেকে সংগৃহীত।
0 Comments